
তা হলো; নগদ, নগদায়নযোগ্য অর্থ, ও প্রাপ্য ঋণ, নিজ হাতে কিংবা কোন ব্যাক্তি বিশেষের হাতে গচ্ছিত অর্থ যে উদ্দেশ্যেই হোক, অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ সম্পাদন যেমন হজ্ব, বিবাহ, গৃহনির্মাণ ও ব্যবসা বানিজ্য ইত্যাদির উদ্দেশ্যে জমাকৃত অর্থ, বৈদেশিক মুদ্রা (দেশীয় মুদ্রায় তার মূল্যমান) ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যে কোন ধরনের একাউন্ট। যথা: কারেন্ট, সেভিংস, ফিক্সড, লকার ইত্যাদিতে জমাকৃত অর্থ, ফেরতযোগ্য বীমা পলিসিতে জমাকৃত প্রিমিয়াম, যে কোন ধরনের বন্ড, ডিবেঞ্চার ও ট্রেজারী বিল ইত্যাদির ক্রয়মূল্য, ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের সমুদয় অর্থ বা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে স্বেচ্ছা প্রদত্ত অতিরিক্ত অংশ, কাউকে ঋণ হিসেবে প্রদেয় অর্থ (যদি ঋণগ্রহিতা তা স্বীকার করে এবং তা প্রাপ্তির আশা থাকে) বিক্রিত পণ্যের মূল্য যা এখনো হস্তগত হয় নি বা বিল অব এক্সচেন্জ, ফ্ল্যাট, বাড়ী, দোকান ইত্যাদি ভাড়া নেয়ার সময় সিকিওরিটি কিংবা এডভান্স হিসেবে প্রদত্ত ফেরতযোগ্য অর্থ, ব্যবসার পণ্য যেমন: বিক্রয়যোগ্য মজুদ, উৎপাদিত মজুদ, কাঁচামাল, প্রক্রিয়াধীন পণ্য ও প্যকেটিং-প্যাকেজিং পণ্য, এমন জিনিস যা বিক্রি করে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে এবং সে ইচ্ছা এখনো বিদ্যমান রয়েছে। যেমন: বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, প্লট, ফ্ল্যাট, ধান, আলু পিয়াজ, মরিচ ইত্যাদি, মুদারাবা কিংবা অংশীদারী কারবারে বিনিয়োগকৃত অর্থের নগদ অংশ, তা দ্বারা ক্রয়কৃত ব্যবসাপণ্য এবং যাকাতযোগ্য লভ্যাংশ, শেয়ার-কোম্পানীর শেয়ার যদি Capital gain অর্থাৎ দাম বাড়লে বিক্রি করে দিবে এ উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে তার পূর্ণ বাজারদরের উপর যাকাত আসবে।
আর যদি কোম্পানী হতে বাৎসরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় করা হয়, তাহলে কোম্পানীর যে পরিমাণ সম্পদ যাকাতযোগ্য, শেয়ার প্রতি তার আনুপাতিক হার যা দাড়ায় শুধুমাত্র সে পরিমাণের যাকাত দিতে হবে, যা কোম্পানীর ব্যালেন্স শীটের সাহায্যে নির্ণয় করা যাবে। তবে যদি যাকাতযোগ্য সম্পদের পরিমাণ জানা সম্ভব না হয় তাহলে সতর্কতামূলক পূর্ণ বাজারমূল্যের যাকাত দিতে হবে।
প্রবৃদ্ধি, ব্যবসা, চিকিৎসা, সাংসারিক বা এ ধরনের প্রয়োজনে নেয়া ঋণ, বাকীতে ক্রয়কৃত পণ্যের অপরিশোধিত মূল্য যা এ বছরই আদায় করতে হবে, স্ত্রীর মোহর যা চলতি বছর দেয়ার ইচ্ছা রয়েছে, ফ্ল্যাট, দোকান, বাড়ী ইত্যাদি ভাড়া দেয়ার সময় সিকিউরিটি কিংবা এডভান্স হিসেবে নেয়া ফেরতযোগ্য অর্থ, কর্মচারীদের অনাদায়ী বেতন ভাতা, ট্যক্স, বাড়ী ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ফোন বিল ইত্যাদি অতীতের আদায়যোগ্য দেনা যা এখনো দেয়া হয় নি, অতীতের যাকাত যা এখনো আদায় করা হয় নি (কেননা তা পূর্ণই যাকাত হিসেবে আদায় করে দিতে হবে), সুদ বা হারাম পন্থায় অর্জিত অর্থ (কেননা তা সম্পূর্ণই সাওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে), প্রবৃদ্ধি বা ব্যবসার উদ্দেশ্যে নেয়া ঋণ যা দ্বারা যাকাতযোগ্য সম্পদ যেমন : কাঁচামাল , ব্যবসাপণ্য, ইত্যাদি ক্রয় করা হয়েছে, অবশ্য যদি তা দ্বারা এমন সম্পদ ক্রয় করা হয় যা যাকাতযোগ্য নয় যেমন: জমি বিল্ডিং, ফ্যাক্টরির জন্য মেশিন ইত্যাদি তাহলে যাকাতের ক্ষেত্রে তা ঋণ হিসেবে ধর্তব্য হবে না।
বি.দ্র.
আপনার কাছে থাকা সমগ্র সম্পদ থেকে উপরল্লেখিত যে সকল সম্পদে যাকাত আসবে না তার যোগফলকে বাদ দেওয়া হলে যা অবশিষ্ট থাকবে তা যদি নেসাব পরিমাণ হয় তাহলে তার চল্লিশ ভাগের একভাগ যাকাত আদায় করতে হবে।
স্বর্ণের নেসাব হলো সাড়ে সাত ভরি। রূপার নেসাব হলো সাড়ে বায়ান্ন তোলা। আর অন্যান্য সম্পদের নেসাব হলো সাড়ে বায়ান্ন তোলা রূপা বরাবার মূল্য। অর্থাৎ স্বর্ণ-রূপা বা অন্যান্য সম্পদ যদি এই পরিমাণ থাকে তাহলে তাতে যাকাত ওয়জিব হবে। এর চেয়ে কম থাকলে তাতে যাকাত ওয়জিব হবে না। কারো কাছে যদি স্বর্ণের সাথে সামান্য পরিমাণ রূপা বা নগদ অর্থ থাকে তাহলে সমস্ত সম্পদকে প্রথমে একত্রিত করতে হবে। অত:পর সমগ্র সম্পদ যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা বা তার বরাবর মূল্য পরিমাণ হয় তাহলেও তাতে যাকাত ওয়াজিব হবে।
( রদ্দুল মুহতার,২/২৯৬)
আল্লাহ তা’লা বলেন: যাকাত হল কেবল ফকির, মিসকীন, তৎসংশ্লিষ্ট কর্মচারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস-মুক্তির জন্যে ঋণগ্রস্থদের জন্য, আল্লাহর পথে ব্যায় করার জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
{সূরা তাওবা-৬০}
মোট ৮ ধরণের ব্যক্তিকে যাকাত দেয়ার কথা কুরআনে বর্ণিত হয়েছে। যথা-
বি.দ্র.:
ফুক্বাহায়ে কেরাম যাকাত আদায় হওয়ার জন্য দানকৃত ব্যক্তিকে ঐ টাকার মালিক বানিয়ে দেয়ায় শর্ত করেছেন। সুতরাং টাকার মালিক না বানিয়ে কাউকে কেবল কোন বস্তু ভোগ দখলের অধিকার দিয়ে নিয়ত করল যাকাতের, তাহলে এর দ্বারা যাকাত আদায় হবে না।
আর সেই হিসেবে কারো নিকট আপনার অনাদায়ী পাওনা থাকলে তা কেটে দিলে এতে আপনার যাকাত আদায় হবে না। এক্ষেত্রে তাকে নগদ যাকাত দিয়ে তৎক্ষণাত তার কাছে আপনার পাওনা ঋণ তলব করতে পারেন।
{ইনায়া -২/২৬৭-২৬৮, হিদায়া-১/২০৫, তাবয়ীনুল হাকায়েক- ১/২৯৯}
যার উপর যাকাত ওয়াজিব তিনি তার উসুল এবং ফুরু তথা তার উপরের আত্মীয় যথা পিতা-দাদা, পর দাদা প্রমুখ, দাদি-দাদির মা ও পর দাদি প্রমুখ। মা-নানী প্রমুখ। সেই সাথে ফুরু তথা ছেলে-মেয়ে, নাতি-নাততি প্রমুখদেরকে যাকাত দিতে পারবেন না এবং স্বামী-স্ত্রী একে অপরকে যাকাত দেয়া যাবে না। কোন অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া বাকি আত্মীয় স্বজনকে যাকাত দেয়া জায়েজ আছে, বরং দরিদ্র আত্নীয়-স্বজনকে যাকাত দেয়াই অধিক উত্তম।
(বিনায়াহ,৩/৫৪৮-৫৫০)
ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের (সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের সম্পদের) মালিক থাকবে (ছোট হোক বা বড়ো) তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।
(বাদায়েউস সানায়ে: ২/২০৬)
পাচঁটি জিনিসের কোন একটি দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যায়: যথা:
১.গম বা গমের আটা।
২.যব।
৩.পনির।
৪.খেজুর।
৫.কিসমিস।
(সহীহ বুখারি-১/২০৪ -২০৫, সহীহ মুসলিম-১/৩১৭-৩১৮, সুনানে নাসায়ী-১/২৬৮-২৭০)
গম দিয়ে আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা তার মূল্য আর বাকী ৪টি দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা তার মূল্য দিতে হবে।
(সহীহ বুখারি, হাদিস নং : ১৫১২, রদ্দুল মুহতার-৩/৩১৭-৩১৮)
প্রত্যেকে তার সামর্থ অনুযায়ী আদায় করবে। আল্লাহ যাকে বেশী সামর্থ দিয়েছেন সে শেষোক্ত চারটি বস্তু বা তার সমমূল্য আদায় করা উত্তম ও অধিক সাওয়াবের কাজ। এ নিয়মই ছিল নবী, সাহাবা-তাবেঈন ও তাবে তাবেঈনের স্বর্ণযুগে।
(সহীহ বুখারী, ৩/১৮৮; সহীহ মুসলিম, ১/৬৯)
বি.দ্র.
একটি ফিতরার পুরোটা একজন গরিবকে দেয়া উত্তম। অবশ্য এক ফিতরা কয়েকজনকে ভাগ করে দেয়াও জায়েজ আছে।
(আল বাহরুর রায়েক: ২/৪৪৬)
নামঃ মো: রফিকুল ইসলাম।
হিফয বিভাগঃ (২০০৮ শিক্ষাবর্ষ) নওয়াপাড়া, যশোর, নূরবাগ জামে মসজিদ হেফযখানা।
মাদানী নেসাব ১-৩ বর্ষ ও কাফিয়া জামাতঃ (২০০৯-২০১২ শিক্ষাবর্ষ) জামিয়া ইসলামিয়া ভবানীপুর, গোপালগন্জ।
শরহে বেকায়া- তাকমীলঃ (২০১৩-২০১৬ শিক্ষাবর্ষ) বাইতুল উলুম, ঢালকানগর।
উলুমূল হাদীসঃ (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) বাইতুল উলুম ঢালকানগর ।
ইফতা বিভাগঃ (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) জামিয়া শারইয়্যাহ , মালিবাগ।
শিক্ষকতাঃ প্রধান মূফতী, জামেয়া আনওয়ারুল উলুম আল-ইসলামিয়া, হাজারীবাগ, বটতলা।
মোবাইলঃ +৮৮০১৭৪১-২৬৪৮৯৭
ই-মেইলঃ rafiqulislamjnp@gmail.com
কপিরাইট © ২০২৪ ইসলামী শরীয়াহ্ অর্গানাইজেশন. সর্বস্বত্ব সংরক্ষিত. ব্যবহারবিধি ও স্বত্বাধিকার আইন.