আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহূ বিসমিল্লাহির রাহমানির রাহীম ইসলামী শরীয়াহ অর্গানাইজেশন
‘ইসলামী শরীয়াহ অর্গানাইজেশন’—পবিত্র কুরআন ও সুন্নাহর শাশ্বত আলোয় উদ্ভাসিত, মহান রবের সন্তুষ্টির পানে ধাবমান একটি আন্তর্জাতিক দাওয়াহ প্ল্যাটফর্ম। ঐশী জ্ঞানের দুর্ভেদ্য প্রাচীরে সুরক্ষিত এবং স্রষ্টার অসীম মহিমায় উজ্জীবিত এই প্রতিষ্ঠানটির মূল পরিচয় হলো: ইসলামী শরীয়াহ্
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
  • জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ বাণী পৌঁছে দেওয়া এবং দ্বীনের ব্যাপক প্রসার ঘটানো।
  • মানব রচিত মতবাদের অসারতা এবং ইসলামী জীবনব্যবস্থার কল্যাণকর দিকগুলো সুস্পষ্ট দালিলিক প্রমাণসহ উপস্থাপন করা।
  • প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত ও সুন্নাহর সঠিক পর্যালোচনা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে এমন একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা, যেখানে দ্বীনের তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী চর্চা হবে।
  • মুসলিম উম্মাহর হৃদয়ে ঈমানের দীপ্ত শিখা প্রজ্বলিত করা এবং অপসংস্কৃতির বেড়াজাল থেকে মানসকে মুক্ত রাখা।
  • পারস্পরিক মতভেদ ভুলে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে নিরলস ভূমিকা পালন করা।
  • যুবসমাজকে অবক্ষয় ও পাপাচার থেকে রক্ষা করে আলোকিত মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করা।
দ্বীনের এই মহান খিদমতকে বেগবান রাখতে এবং আন্তর্জাতিক পরিসরে দাওয়াহ কার্যক্রম ছড়িয়ে দিতে আপনার আন্তরিক সহযোগিতা ও দুআ আমাদের একান্ত কাম্য। পরকালীন পাথেয় সঞ্চয়ে এই সদাকায়ে জারিয়ায় অংশীদার হোন।
মুক্তহস্তে দান করুন

সকল পোস্ট এক জায়গায় দেখুন