fbpx

আস-সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহ্

বিসমিল্লাহির রহমানির রহিম

ইসলামি শারিয়াহ অর্গানাইজেশন,
ইসলামি জ্ঞানের উজ্জ্বল মহিমায় মহিমান্বিত কুরআন-সুন্নাহ এর ঐশীজ্ঞানের দুর্ভেদ্য প্রাচীর দ্বারা  সুরক্ষিত মহাশক্তিময় স্রষ্টার ঐশ্বরিক শক্তিমত্তায় প্রভাবিত ইসলাম প্রচারের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর পরিচয় হল : ইসলামী শারিয়াহ্

ইসলামি শারিয়াহ অর্গানাইজেশনের উদ্দেশ্য:

  • দীন ইসলামের প্রচার কুরআন ও সুন্নাহের মাধ্যমে। বিশেষত মুসলিম ও অমুসলিম সকল সমাজে ইসলামের ব্যাপক প্রসার ঘটানো।
  • ইসলামি আদর্শ ও জীবন ব্যবস্থার উপকারিতা বনাম মানব রচিত জীবন ব্যবস্থার অপকারিতা প্রসঙ্গে অধিক হারে বক্তব্য ও পোস্ট প্রচার করা।
  • নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত সম্পর্কিত ঘটনা ও পর্যালোচনা অধিক হারে প্রচার করা।
  • সোশ্যাল মিডিয়াতে আন্তর্জাতিক পরিসরে একটি বড় কমিউনিটি তৈরি করা, যেখানে ইসলাম জীবন ব্যবস্থার উত্তম পর্যালোনা ও বিশ্লেষণগুলো প্রচার করা যায়।
  • মুসলি জন সমাজে ও মুসলিম মানসে ইসলামের পক্ষে আবেগ ও উৎসর্গমূলক প্রেরণা সৃষ্টি করা। অমুসলিমদের প্রপাগান্ডা তাদের অন্তর থেকে সমূলে উৎপাটন করা।
  • মুসলিম উম্মাহর পারস্পরিক মতভেদকে স্থবির করে দেওয়া।
  • মুসলিম যুব সমাজকে সার্বিক গুনাহ ও অপরাধ থেকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিত্য নতুন কর্মসূচি বাস্তবায়ন করা।
    আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কর্মসূচিগুলো বাস্তবায়নের তাওফিক দান করুন।

*** ইসলামকে আন্তর্জাতিক পরিসরে বাস্তবায়নের ক্ষেত্রে মুসলিম উম্মাহর প্রত্যেক সদস্যের সাহায্য কাম্য।***

সকল পোস্ট এক জায়গায় দেখুন