আর বিপক্ষের মুসলিম (তার ভাষায়- ব্যাখ্যায় গোমরাহ ও বিদাতী) কে দেখলে সালাম দেয়া যাবেনা, কারণ বিদাতীকে সালাম করলে ইসলাম ধ্বংস করা হয়, কিন্তু যিম্মি কাফেরের সাথে এর চেয়ে বেশি কিছু করলেও ইসলাম ধ্বংস হয়না ৷
তাই আপনি যিম্মি কাফের হলে এদের কাছে মানবিকতা পাবেন, কিন্তু মুসলিম হয়ে বিদাতী, গোমরাহ হয়েছেন তো আপনি এদের কাছে মানবিকতাটুকুও পাবেন না । এদের কাছে কাফের মর্যাদার জিনিস, মুসলিম ঘৃনার জিনিস।যিম্মি মেহমানের জিনিস, বিদাতী জাহান্নামের জিনিস৷
এই সব হল; বাংলাদেশের সকল হালকার মাদরাসা,উলামা-তলাবাদের ইসলাম! ইসলামী শিক্ষা-দীক্ষা! এদেশের প্রতিটি ধর্মীয গ্রুপ অন্য ধর্মীয় গ্রুপের ছায়া-নাম-গন্ধ পর্যন্ত সহ্য করতে পারেনা ৷ প্রত্যেকে অন্যকে চিরতরে বিনাশ করার দানবীয় নেশায় মত্ত ও উন্মাদ ৷ এরপরও যদি কেউ বলে ইসলাম ধ্বংস করে ফেরাউন, নমরুদ ও নাস্তিকরা। আমি বলব এ লোক পাগল, আমাদের মত জিঘাংসাপরায়ন দলীয় মুসলিম বা দলীয় আলেম থাকলে সে দেশে ইসলাম ধ্বংসের কাজ হতে শয়তান ও কাফেররা ছুটি কাটায়।
স্পেনের আলেমরা কেউ কাউকে চুলপরিমাণ ছাড় দিতে রাজি না। সবাই জয়ী হতে চায়। জায়গায় জায়গায় বাহাস আয়োজন হতে লাগল। কিতাবের গাট্টি নিয়ে সবাই বাহাসের জায়গায় উপস্থিত হতে থাকলেন। কোনো বাহাস হতো প্রাসাদে; আবার কোনোটি গাছতলায়। সেই গাছগুলো বটগাছ কি না ইতিহাসে পাইনি।
এসব বাহাসের উদ্দেশ্য একটাই, প্রতিপক্ষকে বিতর্কে হারানো, দাবানো ও দমানো। বিপক্ষের আলেম ও আওয়ামকে ঘায়েল করা, অপমানিত করা। নিজের দলকে সত্য-মিথ্যার মিশ্রণে ফতোয়াবাজি, দলবাজি, ফেরকাবাজি, ফিতনাবাজি, শক্তিবাজি, বাহুবাজি, গালিবাজি, চাপাবাজি ও জালবাজি করে হলেও জিতানো ও বিজয় ঘোষণা করা ৷ নাউযুবিল্লাহ।
কিন্তু শেষপর্যন্ত কেউ বিজয়ী হতে পারেনি ৷ সবাই হেরে গিয়েছিল। আল্লাহ তাদের উভয় দলের উপর আযাব স্বরুপ যামানার বুখত নসর রাজা ফার্দিনান্ড ও রাণী ইসাবেলাকে চাপিয়ে দেন ৷ তারা দুজন উভয় গ্রুপের উলামা, তলাবা ও আওয়ামকে জবাই করে, পুড়ে, পানি, নদী ও সাগরে ডুবিয়ে মেরে তাদের স্বপ্নের মুনাযারার পুথিবিদ্যা সহ ইসলামের সকল কিতাব ও কুরআন-হাদিস বিনাশ করে ইসলাম ও মুসলিম জাতিকে খতম করে তাদের কামাই ফলাফল কডায়-গন্ডায় দুনিয়াতেই বুঝিয়ে দেয়। আর জাহান্নামের আযাব, আখেরাতের জন্য রয়ে যায়।
আর পরবর্তী প্রজন্মের আলেম, তলাবা ও আওয়ামকে শিক্ষা দেয় যে, জাতি-যামানা-পরিস্থিতির ফরয দায়িত্বে অবহেলা করলে কি ফল কপালে জোটে?, জাতি-দেশ-ইসলামের ভাগ্যে কি বিপর্যয় নেমে আসে ৷
অযোগ্য জাহেল আলেম, মুফতী, মুফাসসির, দায়ী, নেতা, পীর, মুরুব্বী, খতীব, বক্তা, মুনাযিরে আযম, খতিবুল উম্মাহ, খতিবে যামান, সুলতানুল ওয়ায়েজিন, বাতিলের আতংকরা কিভাবে ইসলাম, মুসলিম জাতি, মুসলিম দেশে ধ্বংস , আযাব ও গযব টেনে আনে ৷
সাড়ে সাতশত বছরের মুসলিম শাসনকে এমনভাবে পিষে ফেলা হলো; সেখানে আজ পর্যন্ত আল্লাহ নাম উচ্চারণের মতো কেউ নেই।
- ১. স্পেন পতনের ইতিহাস:আলী সল্লাবী
- ২. আন্দালুসের ইতিহাস:রাগিব সারজানী
- ৩. আবারাত:মুস্তফা লুতফী মানফালুতী
- ৪. হাযিরাতুল আলামিল ইসলামী:আমির সাকিব
- ৫. জাহানে দিদাহ:তকি উসমানি
- ৬. মাযা খাসিরাল আলামু বিন হিতাতিল মুসলিমিন:নদভী
- ৭. মুসলমানুকে উরুজ ওয়া যাওয়াল:সাঈদ আকবরাবাদী