বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: প্রশস্তি মেহেদী গুলোর ওপর ওজু সহীহ হবে না ?
সমস্যা: বর্তমানে আমাদের দেশে বাজার জাত কিছু মেহেদী বের হয়েছে, যে গুলো ব্যবহারের কিছু দিন পর চামড়ার ন্যায় খোশা হয়ে উঠে যায়।
জিজ্ঞাসা: মুহতারাম, প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, এই জাতীয় মেহেদীর ওপর ওজু জায়েয হবে কি হবে না? দলীল সহ জানিয়ে বাধিত করবেন, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশস্তি মেহেদী গুলোর ওপর ওজু সহীহ হবে না।
আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (১/১৯৯), ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (২০০)।
WhatsApp us