বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: কৃত্রিম চুলে ওজু গোসলের হুকুম প্রসঙ্গে।
সমস্যা: বর্তমানে আমাদের দেশের মেয়েরা তাদের মূল চুলের সাথে কৃত্রিম চুল ব্যবহার করে থাকে।
জিজ্ঞাসা: মুহতারাম, মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, এই জাতীয় চুলের ওপর ওজু গোসলের হুকুম কি? দলীল সহ জানিয়ে বাধিত করবেন, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: শরীয়তে কৃত্রিম চুল ব্যবহার করার অনুমতি নাই, কারণ তা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিশাপের কারণ বলেছেন। তারপরেও যদি কোন মহিলা কৃত্রিম চুল ব্যবহার করে, তাহলে তা খোলা ব্যতিত গোসলের সময় মূল চুলের গোড়ায় পানি পৌঁছালেই চলবে; অন্যথায় কৃত্রিম চুল খুলে পানি পৌঁছাইতে হবে। তবে ওজুর সময় শুধু মাথার চতুর্থাংশোর চুলের ওপর মাসেহ করলেই চলবে, চাই সেটা মূল বা কৃত্রিম চুল হউক, ওজু সহীহ হয়ে যাবে।
WhatsApp us