বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: লবণের ওপর তায়াম্মুম করা প্রসঙ্গে।
সমস্যা: আমাদের এলাকার এক ব্যক্তিকে ডাকাত দল ধরে ছিনতাই করে এবং পাহাড়ি এলাকায় রেখে আসে। সেখানে মাটি পানি কিছুই নেই, শুধু আছে লবণ।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, ঐ অবস্থায় উক্ত ব্যক্তি লবণের ওপর তায়াম্মুম করতে পারবে কি না? দলিল সহ জানিয়ে বাধিত করবেন, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নোল্লিখিত বস্তুর নিকট যে লবণ আছে তা যদি পাহাড়ি লবণ হয়, তাহলে তা দ্বারা তায়াম্মুম করা জায়েয। কারণ তা মাটি জাতীয়। পক্ষান্তরে সেই লবণ যদি সমুদ্রের লবণ হয়, তাহলে তায়াম্মুম করা জায়েয হবে না। কারণ তা মাটি জাতীয় নয়, বরং পানি জাতীয়।
হাশিয়াতুত তাহতাবী (পৃ: ১১৯), আন-নাহরুল ফায়েক (১/১০৫), আল-হেদায়া (১/১৩১), ফাতহুল কাদির (১/১৩১), ফাতাওয়া রাশিদিয়া (পৃ: ২১৪)।
WhatsApp us