Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২৮-১২-১৪৩৭ হি. সূত্র নং: F-003 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: লবণের ওপর তায়াম্মুম করা প্রসঙ্গে।

সমস্যা: আমাদের এলাকার এক ব্যক্তিকে ডাকাত দল ধরে ছিনতাই করে এবং পাহাড়ি এলাকায় রেখে আসে। সেখানে মাটি পানি কিছুই নেই, শুধু আছে লবণ।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, ঐ অবস্থায় উক্ত ব্যক্তি লবণের ওপর তায়াম্মুম করতে পারবে কি না? দলিল সহ জানিয়ে বাধিত করবেন, আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মুহা: কামাল উদ্দীন, বাগমারা, কুমিল্লা।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: প্রশ্নোল্লিখিত বস্তুর নিকট যে লবণ আছে তা যদি পাহাড়ি লবণ হয়, তাহলে তা দ্বারা তায়াম্মুম করা জায়েয। কারণ তা মাটি জাতীয়। পক্ষান্তরে সেই লবণ যদি সমুদ্রের লবণ হয়, তাহলে তায়াম্মুম করা জায়েয হবে না। কারণ তা মাটি জাতীয় নয়, বরং পানি জাতীয়।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-ফাতাওয়া আস-সিরাজিয়া (পৃ: ৫৬): "والملح إذا كان جبليا يجوز التيمم به وإن كان مائيا لا"
২. আল-মাবসুত (১/২৪৭): "وإن كان الملح جبليا يجوز لأنه من جنس التراب، وإن كان مائيا لا يجوز لأنه ليس من جنس التراب"
৩. আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (১/৩৭৬): "ولو تيمم بالملح إن كان مائيا كفولكولية؟ بخاري لا يجوز، وإن كان جبليا للكشبة بعض مشايخنا قالوا: لا يجوز لأنه بمنزلة الحجر"
৪. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/৮০): "أما الملح فإن كان مائيا فلا يجوز به اتفاقا، وإن كان جبليا ففيه روايتان وصحيح كل منهما، ولكن الفتوى على الجواز"
৫. ফাতাওয়া হাক্কানিয়া (২/৬১৫): "وہ پہاڑی نمک چونکہ زمین ہی کے اجزاء میں سے ہے اس لئے اس پر تیمم کرنا شرعاً جائز ہے۔ تاہم جو نمک سمندر کے پانی سے بنا ہوا ہو اس پر تیمم کرنا جائز نہیں ہے"
৬. অন্যান্য:

হাশিয়াতুত তাহতাবী (পৃ: ১১৯), আন-নাহরুল ফায়েক (১/১০৫), আল-হেদায়া (১/১৩১), ফাতহুল কাদির (১/১৩১), ফাতাওয়া রাশিদিয়া (পৃ: ২১৪)।